14
Dec
দীর্ঘ অপেক্ষার অবসান হলো৷ ২১ বছরের খরা কাটিয়ে ভারতে এল ‘মিস ইউনিভার্স’-খেতাব৷ ‘ব্রহ্মাণ্ড সুন্দরী’র খেতাব জিতলেন পাঞ্জাবী সুন্দরী হারনাজ সান্ধু৷ ইজরায়েলের মাটিতে আয়োজিত ‘মিস ইউনিভার্স’-এর ৭০ তম আসর থেকে ভারতকে খেতাব এনে দিলেন চণ্ডীগড়ের মেয়ে৷ ২০০ সালে এই খেতাব জিতেছিলেন পঞ্জাবেরই সুন্দরী লারা দত্ত৷ তার আগে ‘মিস ইউনিভার্স’ হয়েছিলেন বঙ্গতনয়া সুস্মিতা সেন৷ তৃতীয় ভারতীয় হিসাবে ‘মিস ইউনিভার্সের’ শিরোপা জিতলেন হারনাজ সান্ধু৷ ইজরায়েলের এইলাটে বসেছিল মিস ইউনিভার্স-এর ৭০ তম আসর৷ বুদ্ধিমত্তার জোরে প্যারাগুয়ের প্রতিযোগী নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার প্রতিযোগী লালেলা এমএসওয়ানেকে পিছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন ২১ বছরের সুন্দরী হারনাজ। মিস ইউনির্ভাস প্রতিযোগিতার আয়োজকদের তরফে সোশ্যাল মিডিয়ায় সেই স্বর্ণালি…
