10
Aug
টিকার জোগান নিয়ে বারংবার উঠেছে অভিযোগ। কিছুতেই মেটানো যাচ্ছে না সাধারণ মানুষের চাহিদা। থেকেই যাচ্ছে ঘাটতি। এবার আবারও একবার বন্ধ থাকছে শহরের কোভিশিল্ড কেন্দ্রগুলি। চাহিদার তুলনায় ততটা নেই কোভিশিল্ড। তাই লিখিত বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা পুরসভা বুধবার থেকে বন্ধ থাকছে কোভিশিল্ড কেন্দ্রগুলি। ফিরহাদ হাকিম জানিয়েছেন, ১১ অগস্ট রাজ্যে কোভিশিল্ড আসতে পারে। যদি ১১ তারিখ রাজ্যে কোভিশিল্ড আসে, তবে ফের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। গোটা পরিস্থিতির জন্য কেন্দ্রকেই দায়ী করেছে কলকাতা পুরসভা। শুরু থেকেই বাংলায় টিকার জোগান কম বলে অভিযোগ উঠে আসছিল। জোগানের অভাবে গত কয়েক দিন ধরেই শহরে নাকাল হচ্ছেন বহু মানুষ। সোমবারই কালীঘাটের একটি টিকাকেন্দ্রে হুলস্থুল…