08                                    
                                    
                                        Mar                                    
                                
                            
                        
                        
                    
                        ময়নাগুড়ি জল্পেশ ও জটিলেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে নির্বাচনের প্রচার শুরু করলেন ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমুল প্রার্থী মনোজ রায়। এদিন সকালে মনোজ বাবু দলীর সমর্থকদের সঙ্গে নিয়ে প্রথমে জটিলেশ্বর মন্দিরে যান। সেখানে পুজো দিয়ে চলে যান জল্পেশ মন্দিরে। জল্পেশ শিব মন্দিরের গর্ভগৃহে দীর্ঘ সময় ধরে পুজো দেন মনোজ রায়৷ এরপর দলিয় কর্মী, জল্পেশে আগত পূন্যার্থীদের মধ্যে প্রসাদ বিতরন করেন তিনি। মনোজ বাবু বলেন, উত্তরবঙ্গের মধ্যে সব থেকে জাগ্রত শিব মন্দির জল্পেশ। তাই এখানে পুজো দিয়েই নির্বাচনের প্রচার শুরু করলেন তিনি। এদিন মনোজ বাবুর সঙ্গে ছিলেন তৃণমুল নেতা শিবশঙ্কর দত্ত, ঝুলন সান্যাল, সজল বিশ্বাস সহ অন্যান্যরা। পুজো দেবার পর জল্পেশ এলাকাতে…                    
                                            
                                    