maldwip.

করোনা আবহেই ক্লান্তি কাটাতে মালদ্বীপে মৌনী

করোনা আবহেই ক্লান্তি কাটাতে মালদ্বীপে মৌনী

লকডাউনে কেমন আছে বঙ্গ তনয়া মৌনী রায় ? তা জানার জন্য উৎসুক তার ফ্যান ফলোয়ার।সোশ্যাল মিডিয়ায় বঙ্গতনয়া মৌনি রায়ের ফ্যান-ফলোয়ার দেখলে চোখ কপালে উঠবে! তিনি কী পরছেন? কী করছেন? কী খাচ্ছেন? অভিনেত্রীর প্রতিটা মুহূর্তের আপডেট পেতে মরিয়া নেটিজেন! মৌনিও ফ্যানদের হতাশ করেন না! নিত্যনতুন পোস্ট শেয়ার হতে থাকে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। লকডাউনে দীর্ঘদিন ঘরবন্দি থেকে ক্লান্ত মৌনি ! তাই করোনা আবহেই পাড়ি দিলেন মালদ্বীপ! সূর্যস্নাতা সমুদ্র সৈকতে বিকিনিতে উচ্ছ্বল সুন্দরী! এতদিন বাদে খোলা আকাশের নীচে, উন্মুক্ত বাতাসে শান্তির নিশ্বাস নিতে পেরে মৌনির খুশি আর ধরে না! সি-বিচেই একহাতে ডাব নিয়ে নাচ শুরু করলেন সুন্দরী! নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন…
Read More