pirates of the caribbean

পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান থেকে সরে দাঁড়ালেন জনি ডেপ

পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান থেকে সরে দাঁড়ালেন জনি ডেপ

যাকে ছাড়া ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ভাবাই যায় না সেই জনি ডেপকে অবশেষে হারালাম আমরা। সম্প্রতি জনি নিজে মুখে স্বীকার করেছেন, ৩০০ মিলিয়ন ডলার দেয়া হলেও তিনি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজিতে কাজ করবেন না। কারন, প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন জনি ডেপ। মামলাটির বিচার কার্যক্রমের অংশ হিসেবে গত মঙ্গলবার থেকে জনি ডেপের সাক্ষ্য গ্রহণ চলছে ভার্জিনিয়ায়। বুধবারও চলেছে এই কার্যক্রম। সেখান থেকে জানা গেছে নতুন অনেক তথ্য। সেই তথ্য অনুযায়ী জনি ডেপ জানিয়েছেন অ্যাম্বার হার্ড তাকে ফাঁসিয়ে দেয়ার জন্য প্রযুক্তির সহায়তায় মিথ্যা ছবি বানিয়েছেন। শুধু তাই নয়, অ্যাম্বার জনির হাতে মদের বোতল ছুড়ে মেরেছিলেন। আঙুলে আঘাত…
Read More