31
Jul
বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই আজ থেকে দু বছর আগে গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। তারপর থেকে তিহাড় জেলে দিন কাটছিল তার। অবশেষে গরু পাচার কাণ্ডে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হল অনুব্রত মণ্ডলের। তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে এই শর্তে সর্বোচ্চ আদালত থেকে মুক্তি পেয়েছেন অনুব্রত। জানিয়ে রাখি, সিবিআইয়ের গরু পাচার মামলায় জামিন পেয়েছেন অনুব্রত। তবে ইডির করা মামলা এখনও আদালতে বিচারাধীন। অর্থাৎ সুপ্রিম…