23
Sep
এই মুহূর্তে একাধিক দূর্নীতির অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। গরুপাচার কাণ্ডে জেল হেফাজতে রয়েছেন কেষ্ট। আবার জেল হেফাজতের সময় বাড়ানো হল অনুব্রত মণ্ডলের। এরই মাঝে গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের সম্পত্তির হদিশ পেতে মরিয়া সিবিআই। তথ্য তালাশে এবার ডেকে পাঠানো হল তাঁর রাঁধুনিকে। শুক্রবার বোলপুরে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠানো কেষ্টর বাড়ির রাঁধুনিকে৷ সূত্রের খবর, ওই রাঁধুনির অ্যাকাউন্ট থেকে বেশকিছু লেনদেন হয়েছে, যা খতিয়ে দেখতেই এই তলব। পাশাপাশি এ দিন সকালেই অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে ফের নোটিস দেয় সিবিআই৷ গরু পাচার মামলার তদন্তে নেমে সিবিআই-এর নজরে রয়েছে সুকন্যার সম্পত্তি৷ ইতিমধ্যেই সুকন্যা ও তাঁর মায়ের নামে থাকা রাইস মিলে হানা দিয়েছিল সিবিআই। কেষ্ট-কন্যার নামে একাধিক জমি রয়েছে বলেও জানতে পেরেছেন আধিকারিকরা। সেই…