04
Aug
বজায় থাকল বাঙালিয়ানা বাঙালির ঐতিহ্য। তুলে ধরলেন বাঙালি সত্ত্বাকে। পুরোদস্তুর বাঙালি সাজে রাজ্যসভায় এলেন তিনি। বাঙালি ঐতিহ্যকে বহন করেই আজ বুধবার তৃণমূলের সাংসদ হিসেবে রাজ্যসভায় শপথ গ্রহণ করলেন প্রাক্তন আইএএস জহর সরকার। ধুতি-পাঞ্জাবি পরে পুরোদস্তুর বাঙালি বেশেই শপথ নিলেন তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন জহর সরকার। তিনি শপথবাক্য পাঠ করেন বাংলাতেই। প্রসার ভারতীর প্রাক্তন প্রধান জহর সোমবার রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত হন। নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে চলতি অধিবেশন থেকেই দুঁদে এই বাঙালি আমলাকে ব্যবহার করতে পারে সংসদীয় দল। গত সোমবার জয়ের শংসাপত্র হাতে পেয়েই সন্ধ্যায় দিল্লি গিয়েছেন জহর। সেখানেই স্থির হয়, বুধবার অধিবেশন…
