14
Jul
গোটা বিশ্বের মধ্যে প্রথম, সব চেয়ে দীর্ঘতম সেতু৷ সবুজ ঘেরা পাহাড়ের কোলে উঁকি দিচ্ছে শ্বেতশুভ্র একফালি সেতু৷ যার হাত ধরে ঘটেছে এক পাহাড়ের সঙ্গে অন্য পাহাড়ের মেলবন্ধন৷ তার পর পাহাড়ের কোল ঘেষে বহু দূর চলে গিয়েছে এই সেতু পথ৷ যা খালি চোখে আর ধরা পড়ে না৷ তবে আর পাঁচটা সেতুর থেকে ভিয়েতনামের এই সেতু অনন্য৷ কারণ, এটি কংক্রিটের নয়, বরং তৈরি হয়েছে কাঁচ দিয়ে৷ পাহাড়-অরণ্যের মাঝে ৪৯২ ফুট উঁচুতে নির্মিত এই সেতুই বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু বলে দাবি করা হচ্ছে৷ পর্যটকদের জন্য খুলে দেওয়া হল পৃথিবীর সেই ‘দীর্ঘতম কাচের সেতু’ ‘দ্য ব্যাচ লং পেডেস্ট্রিয়ান’৷ স্থানীয় ভাষায় ব্যাচ লং-এর অর্থ ‘সাদা ড্রাগন’৷…
