27
Jun
বেশ কিছুদিন ধরে চলতে থাকা বিতর্কের মাঝেই রায় দান দিল আদালত। কিন্তু বিপরীতে গেলো এই রায় দান। আমেরিকার শীর্ষ আদালত জানিয়েছে, গর্ভপাতের অধিকার সংবিধান দেবে না। এই রায় নিয়ে এখন বিতর্কের সৃষ্টি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে। বিতর্কের আগুন আরও বৃদ্ধি পেয়েছে কারণ মার্কিন প্রেসিডেন্ট যো বাইডেন এই রায় একবারেই সমর্থন করেননি। তাঁর কথায়, এই রায় মর্মান্তিক ভুল। এই রায় আদতে নারীদের সংবিধান প্রদত্ত অধিকারকে কেড়ে নিয়েছে বলেই মত তাঁর। মার্কিন সুপ্রিম কোর্ট পাঁচ দশক আগে রো বনাম ওয়েড মামলার রায়কে বাতিল করে দিয়ে এখন জানিয়েছে, গর্ভপাতের অধিকার সংবিধানিক নয়। গর্ভপাতের অধিকার দেওয়া হবে কি হবে না, তা স্থির করবে স্থানীয়…
