ভারতের থেকে অস্ত্র কিনতে চাইছে তাইওয়ান

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের।

এরই মধ্যে সামনে এসেছে বড় আপডেট, চিনের ক্রমবর্ধমান হুমকির মধ্যে তাইওয়ান প্রতিরক্ষা চুক্তির জন্য ভারতের দিকে তাকিয়ে আছে।

মূলত, তাইওয়ান ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড দ্বারা যৌথভাবে তৈরি অত্যাধুনিক D4 অ্যান্টি-ড্রোন সিস্টেম কেনার জন্য আগ্রহ দেখিয়েছে। উল্লেখ্য যে, চিনের ক্রমবর্ধমান ড্রোন কার্যকলাপ নিয়ে উদ্বিগ্ন তাইওয়ান দেশের সীমান্ত সুরক্ষিত করার জন্য এই পদক্ষেপ নিচ্ছে বলে জানা গিয়েছে। আঞ্চলিক উত্তেজনার মধ্যে, তাইওয়ান ভারতের সাথে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার জন্যও গভীর আগ্রহ দেখিয়েছে।