রুরাল আইটি ক্যুইজের ২৬তম সংস্করণ নিয়ে হাজির টিসিএস

টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) কর্ণাটক সরকারের ইলেকট্রনিক্স, আইটি এবং বিটি বিভাগের সঙ্গে অংশীদারিত্বে তাদের আইকনিক টিসিএস গ্রামীণ আইটি ক্যুইজ প্রোগ্রামের ২৬তম সংস্করণের কথা ঘোষণা করেছে। এই ক্যুইজের লক্ষ্য হল ভারতের ছোট শহর এবং জেলার শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তির লেটেস্ট উন্নয়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। সিটি কর্পোরেশন এলাকা বাদে ছোট শহর ও জেলায় অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় প্রথমে অনলাইনে একটি পরীক্ষা হবে।

তারপর ভার্চুয়াল এবং ফিজিক্যাল ক্যুইজ রাউন্ড হবে। প্রযুক্তির প্রয়োগ, এআই, ক্লাউড কম্পিউটিং, ব্যাঙ্কিং, শিক্ষা, বিনোদন সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হবে। আঞ্চলিক স্তরে বিজয়ীরা ১০,০০০ টাকার গিফট ভাউচার পাবে। আঞ্চলিক রানার্স-আপ ৭,০০০ টাকার গিফট ভাউচার পাবে। জাতীয় স্তরে বিজয়ীরা ১০০,০০০ টাকার টিসিএস শিক্ষা বৃত্তি পাবে।

রানার্স-আপ পাবে ৫০,০০০ টাকার টিসিএস শিক্ষা বৃত্তি। শিক্ষার্থীরা ৩০ সেপ্টেম্বর, ২০২৫ এর আগে https://iur.ls/tcsruralitquiz2025reg -ওয়েবসাইটে গিয়ে  রেজিস্ট্রেশন করতে পারবে। টিসিএস রুরাল আইটি ক্যুইজে এখন পর্যন্ত ২ কোটি ১৫ লক্ষেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এটি লিমকা বুক অফ রেকর্ডস দ্বারা ভারতের প্রথম গ্রামীণ শিক্ষার্থীদের জন্য আইটি ক্যুইজের স্বীকৃতি পেয়েছে।