ভারতের বৃহত্তম বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারক সংস্থা টাটা মোটরস আজ দেশের ট্রাক শিল্পে এক ঐতিহাসিক পরিবর্তন নিয়ে এসেছে। সংস্থাটি একসঙ্গে ১৭টি নতুন প্রজন্মের ৭ টন থেকে ৫৫ টনের ট্রাক বাজারে লঞ্চ করেছে, যা নিরাপত্তা ও লাভের ক্ষেত্রে নতুন মানদণ্ড তৈরি করবে।
আজুরা সিরিজে থাকছে মাঝারি ও হালকা বাণিজ্যিক যানবাহন। এতে রয়েছে শক্তিশালী ৩.৬ লিটার ডিজেল ইঞ্জিন, যা ই-কমার্স ও দ্রুত পণ্য সরবরাহের জন্য সেরা। টাটা ট্রাকস ইভি ভারতের প্রথম ও বৃহত্তম ইলেকট্রিক ট্রাকের রেঞ্জ। নতুন ‘আই-এমওইভি’ প্রযুক্তিতে তৈরি এই ট্রাকগুলো পরিবেশবান্ধব পরিবহনের নতুন দিশা দেখাবে। টাটার এই নতুন ট্রাকগুলো ইউরোপীয় ক্রাশ সেফটি স্ট্যান্ডার্ড (ECE R29 03) মেনে তৈরি। এতে অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল এবং লেন ডিপার্চার ওয়ার্নিংয়ের মতো আধুনিক প্রযুক্তি রয়েছে। উন্নত ইঞ্জিনের কারণে এই ট্রাকগুলোতে ৭% পর্যন্ত বেশি জ্বালানি সাশ্রয় হবে এবং ১.৮ টন পর্যন্ত বাড়তি পণ্য বহন করা যাবে।
টাটা মোটরসের এমডি ও সিইও গিরীশ ওয়াঘ বলেন, “আমাদের লক্ষ্য হল ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তোলা। এই নতুন ট্রাকগুলো কেবল শক্তিশালী নয়, বরং এগুলো ব্যবসায়ীদের খরচ কমিয়ে লাভ বাড়াতে এবং পরিবেশ রক্ষায় সাহায্য করবে।” এছাড়া টাটা মোটরস তাদের ‘সম্পূর্ণ সেবা ২.০’ এবং ‘ফ্লিট এজ’ ডিজিটাল পরিষেবার মাধ্যমে গ্রাহকদের জন্য অল টাইম সহায়তা নিশ্চিত করছে।
