টাটা পাওয়ার স্মার্ট শিলিগুড়িতে নিয়ে এল ইজেড হোম অটোমেশন সলিউশন

ভারতের অন্যতম ইন্টিগ্রেটেড পাওয়ার কোম্পানি টাটা পাওয়ার আজ শিলিগুড়িতে তার ইজেড হোম অটোমেশন সলিউশন চালু করার কথা ঘোষণা করেছে। আধুনিক ও টেকসই জীবনযাপনের প্রতি বাংলাকে উৎসাহিত করতে টাটার এই প্রয়াস। এই ফ্ল্যাগশিপ ‘স্মার্ট হোম’ প্রযুক্তি শিলিগুড়ি, দার্জিলিং এবং অন্যান্য শহর জুড়ে পরিসেবা দেবে।

এই সমাধানের মাধ্যমে মোবাইল অ্যাপ বা গুগল হোম এবং অ্যালেক্সা-র মতো ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে লাইট, ফ্যান, পর্দা, এসি এবং গিজারের মতো যন্ত্রপাতি নিয়ন্ত্রণ এবং নিরীক্ষণ করা যাবে। রিয়েল-টাইম এনার্জি মনিটরিং, অটোমেটেড সিডিউলিং-এর বৈশিষ্ঠ সহ এই প্রযুক্তি ওভারলোড হলে সুরক্ষা দেবে এবং অফলাইনেও কার্যকার থাকবে।

যা পরিবারগুলিকে ২০% পর্যন্ত বিদ্যুৎ বিল কমাতে সহায়তা করবে বলে আশা। এই রেঞ্জের মধ্যে উল্লেখযোগ্য পণ্যগুলি হল স্মার্ট সকেট, টাচ প্যানেল সুইচ, রেট্রোফিটেবল কনভার্টার এবং মোশন সেন্সর ইত্যাদি। সেবক রোডের সোলার লজিক্স প্রা. লি. এবং বিভিন্ন রিটেইল স্টোরে এই পণ্যগুলি পাওয়া যাবে।