দুর্গা পুজো নিয়ে টাটা টি-এর নতুন প্যাক

দুর্গা পুজো উপলক্ষে টাটা টি চালু করল উৎসব প্যাক সংস্করণ। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলা পাঁচ দিনের দুর্গা উৎসবে বিশেষ প্রভাব দেখা যাবে টাটা ব্রান্ডের প্রতিটি চায়ের প্যাকেটে। উল্লেখ্য, শুধু চায়ের প্যাকেটের ডিজাইন-ই বদলাবেনা সেই সাথে বদলাবে ভাষাও। দুর্গা পুজোর পাঁচটি দিনকে গুরুত্বপূর্ণ করে তুলতে টাটা টি-এর পাঁচটি প্যাকের ডিজাইন পাঁচ ধরনের করা হয়েছে।

উল্লেখ্য, টাটা টি গোল্ডের ষষ্ঠীর প্যাকটিতে দেবী দুর্গার আগমন, আমন্ত্রণ, বোধন এবং আধিবাসের মতো আচারের সাথে মা দুর্গার মুখের ছবি ব্যবহার করা হয়েছে। সপ্তমীতে টাটা টি-র  চায়ের প্যাকে কলাবৌ-এর আচারবিধি তুলে ধরা হয়েছে। অষ্টমী এবং নবমী প্যাকেট গুলিতে পুস্পাঞ্জলি, সন্ধি পূজা, ধুনুচি নাচ সহ ঢাকের ছবি চিত্রিত হয়েছে। বাঙালির চিরাচরিত ঐতিহ্যকে সম্মান জানিয়ে মহিলাদের সিঁদুর খেলার ছবি দিয়ে টাটা টি গোল্ডের দশমীর প্যাকেটটি সুন্দরভাবে চিত্রিত করা হয়েছে। টাটা কনজিউমার প্রোডাক্টসের প্যাকেজড এবং বেভারেজস-এর সভাপতি পুনীত দাস বলেন, দুর্গা উৎসব পশ্চিমবঙ্গের সবচেযে বড় উৎসব। তাই পশ্চিমবঙ্গের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাতে টাটা টি গোন্ডের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।