বিনা নোটিশে বন্ধ চা বাগান, দুশ্চিন্তায় শ্রমিকরা

ডুয়ার্সের বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগান আচমকাই বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন প্রায় ১২০০ চা শ্রমিক। অভিযোগ, কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই রাতারাতি চা বাগান বন্ধ করে বাগান ছেড়ে চলে গিয়েছেন কর্তৃপক্ষ।

জানা গেছে, গত ২৬ জুন চা বাগান মালিকদের সংগঠন ডিবিআইটিএ (DBITA)-র উদ্যোগে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয়েছিল, তবে সেই আলোচনায় কোনও সমাধান মেলেনি। ওইদিনই কর্তৃপক্ষ শ্রমিকদের ১০ দিনের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় ও সমস্ত শ্রমিক ইউনিয়ন তা মেনে নেয়। সোমবার ছিল সেই ছুটির শেষ দিন।

স্বাভাবিকভাবে, মঙ্গলবার থেকে ফের চা বাগানে কাজ শুরুর কথা ছিল। কিন্তু এদিন সকালে ওয়ার্কাররা ফ্যাক্টরির ভেতরে গিয়ে ওষুধপত্র সংগ্রহ করতে গিয়ে দেখেন, স্টোররুমে তালা ঝুলছে। পরে তারা ম্যানেজারের বাংলোতেও গিয়ে দেখেন, সেখানেও তালা ঝোলানো। এতে তারা নিশ্চিত হন, বাগান কর্তৃপক্ষ কোনো তথ্য না দিয়েই বাগান ছেড়ে চলে গিয়েছে।

খবর ছড়িয়ে পড়তেই ফ্যাক্টরি গেটের সামনে জড়ো হতে থাকেন চা শ্রমিকরা। বাগান বন্ধ হয়ে গেলে তাদের জীবন ও রোজগার নিয়ে বড়সড় সংকট তৈরি হবে, এই আশঙ্কায় উদ্বিগ্ন তাঁরা।

শ্রমিকদের দাবি, দ্রুত সমস্যা সমাধান করে বাগান খুলে দেওয়া হোক ও তাঁদের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করা হোক। স্থানীয় প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে শ্রমিক সংগঠনগুলো।