স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় স্ত্রী–র জীবন রক্ষা, এবার রক্তদান করে ‘ঋণশোধ’ করলেন চা শ্রমিক

জলপাইগুড়ির লঙ্কাপাড়া চা বাগানের শ্রমিক ডোমনিক টোপ্পোর স্ত্রী জরায়ুর ক্যান্সারে আক্রান্ত। তাঁর চিকিৎসায় প্রয়োজন হয়েছিল বিরল ‘বম্বে’ রক্তগ্রুপ। স্থানীয়ভাবে সেই রক্ত পাওয়া না যাওয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘নর্থ বেঙ্গল নেগেটিভ ব্লাড গ্রুপ’ মুম্বই থেকে রক্ত সংগ্রহ করে এনে দেন, ফলে সফলভাবে চিকিৎসা শুরু হয়।

সংগঠনের সাহায্যে স্ত্রী–র প্রাণরক্ষা হওয়ায় ডোমনিক প্রতিশ্রুতি দিয়েছিলেন—ভবিষ্যতে কেউ তাঁর বিরল রক্তের প্রয়োজন হলে তিনি নিশ্চয়ই সাহায্য করবেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে, মঙ্গলবার জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্কে গিয়ে ‘এবি নেগেটিভ’ রক্ত দান করেন তিনি। এই রক্ত দেওয়া হয় ২১ বছর বয়সী সুমিত দত্তকে, যাঁর খাদ্যনালীর অস্ত্রোপচারের জন্য এই রক্ত প্রয়োজন ছিল। অস্ত্রোপচার আটকে ছিল প্রয়োজনীয় রক্ত না থাকায়।

স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পম্পা সূত্রধর জানান, ডোমনিকের কথা মনে করিয়ে তাঁকে অনুরোধ করা হলে তিনি এক কথায় রাজি হয়ে যান এবং নিজে গাড়ি ভাড়া করে দ্রুত ব্লাড ব্যাঙ্কে পৌঁছে রক্ত দেন। ডোমনিক বলেন, “আমি বুঝি বিরল রক্তের গুরুত্ব কতটা। তাই সময় নষ্ট না করে এগিয়ে এসেছি।”