উত্তরবঙ্গের চা শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত চালু, দীর্ঘদিন ধরে বসবাসকারী সমস্ত দখলীকৃত জমির পাট্টা প্রদান, পিএফ, গ্রাচ্যুইটি এর ক্ষেত্রে হয়রানি বন্ধ সহ কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী শ্রমকোড বাতিলের দাবিতে আহুত আগামী ৯ জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে ২৩,২৪ এবং ২৫ জুন উত্তরবঙ্গের সমস্ত চা বাগানে গেট মিটিং- র ডাক দিয়েছে চা শ্রমিকদের সমস্ত সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরাম।
এরই অঙ্গ হিসাবে সোমবার জলপাইগুড়ি শহর সংলগ্ন করলাভ্যালী চা বাগানের ফ্যাক্টরির সামনে গেট মিটিং সংগঠিত হয়। গেট মিটিংয়ে বক্তব্য রাখেন প্রফুল্ল লাকরা, গোবিন ওরাও, ধ্রুবজ্যোতি গাঙ্গুলী, সুনিতা বাগ প্রমূখ। চা বাগানের ৩০ শতাংশ জমি কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করা হয় এদিন।
এদিন গেট মিটিংয়ের পর দ্রুত জ্বালানি প্রদান, আবাস সংস্কার, ছাতা, ত্রিপাল, জুতা, প্রদান সহ বাগানের স্থানীয় সমস্যা নিয়ে বাগান ম্যানেজারকে স্মারকলিপি দেওয়া হয়। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কৃষ্ণ সেন, শুভাশিস সরকার, সুকুমার কুজুর, মৃণাল রায় প্রমূখ।
