নিজেদের সখ আর সৃষ্টিশীলতাকে সঙ্গী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন পুরুলিয়ার এক শিক্ষক দম্পতি। কাশীপুরের বাসিন্দা শিক্ষক অধীর কুমার হালদার ও তার স্ত্রী শিক্ষিকা মৌসুমী কর হালদার তাঁদের বাড়ির ছাদের উপর তৈরি করেছেন এক অভিনব হেলিকপ্টারের মডেল।
এই হেলিকপ্টার আকাশে ওড়ার জন্য তৈরি নয়। তবে শিক্ষক দম্পতির উদ্দেশ্যই আলাদা—তারা চান বর্তমান প্রজন্মকে উচ্চমানের স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করতে। তাঁদের মতে, প্রতিযোগিতা আর প্রযুক্তির দৌড়ে আজকের ছেলেমেয়েরা কল্পনার জগৎ থেকে সরে যাচ্ছে। তাই চোখের সামনে বাস্তবের ছাদে হেলিকপ্টার দাঁড় করিয়ে তারা প্রমাণ করতে চেয়েছেন—স্বপ্ন দেখা ও নতুন কিছু ভাবা আজও জরুরি।
এই অভিনব হেলিকপ্টার তৈরির কাজে অধীরবাবুকে সহযোগিতা করেছেন বাঁকুড়ার ধনঞ্জয় চৌধুরী ও কয়েকজন দক্ষ মিস্ত্রী। বোরজোড়ার একটি কারখানায় মাসের পর মাস ধরে লোহা, কাঠ, কাচ, প্লাস্টিক ও রঙের নিখুঁত সংমিশ্রণে তৈরি হয়েছে বাস্তবরূপী এই হেলিকপ্টার।
অধীর ও মৌসুমীর বিশ্বাস, তাঁদের একমাত্র ছেলে প্রীতম সহ এলাকার ছেলেমেয়েরা এই হেলিকপ্টার দেখে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখবে, কল্পনার ডানায় উড়তে শিখবে।
পুরুলিয়ার এই শিক্ষক দম্পতির উদ্যোগ প্রমাণ করে—শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, ইচ্ছে আর উদ্যম থাকলে তা বাস্তব জীবনের আকাশেও ডানা মেলতে পারে।
