ম্যানিলা বিশ্বাস, নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষিকা। তারই জন্মদিন এবার একটু অন্যভাবে স্কুলের খুদে পড়ুয়াদের সঙ্গে পালন করলেন সেই শিক্ষিকা।তাই সকাল থেকেই সাজো সাজো রব ছিল স্কুলের পড়ুয়াদের মধ্য। সোমবার ৪৭জন পড়ুয়ার মধ্য ৪৭ জন পড়ুয়াই হাজির ছিলেন শিক্ষিকার জন্মদিনের অনুষ্ঠানে সাক্ষি হতে।
কেক কেটে বাচ্চদের খাওয়ানোর পাশাপাশি তাদের হাতে স্কুল ব্যাগ গিফট হিসেবে তুলে দেন ম্যানিলা বিশ্বাস।তবে উপস্থিত ওই খুদে পড়ুয়ারাও তাদের শিক্ষিকাকেও তাদের সাধ্যমতো উপহার তুলে দেন। তাদের এই ভালোবাসায় আবেগে ভাষেন শিক্ষিকা ম্যানিলা বিশাস। এদিন মধ্যাহ্নভোজে ফ্রাইড রাইস ও চিকেন এর ব্যাবস্থাও করা হয় স্কুল শিক্ষিকা ম্যানিলা বিশ্বাস তরফ থেকে।
শিক্ষিকা ম্যানিলা বিশ্বাস জানান,বিগত সময় তিনি তার জন্মদিন বিভিন্ন রেস্তোরাঁ বা অন্যান্য জায়গায় পালন করেছে।তবে বর্তমানে দু তিন বছর যাবদ তার নিজস্ব স্কুলে খুদে দরিদ্র ছাত্র ছাত্রীদের সঙ্গে কাটাতে পেরে আপ্লুত। তিনি সকলকেই এই ধরনের দরিদ্র শিশুদের এমন সামান্য আনন্দ দিতে এমন উদ্যগ গ্রহন করার আবেদন জানান।
