গার্লস হোস্টেলে ‘অশালীন আচরণের’ অভিযোগে কিশোরকে থানা থেকে তুলে পিটিয়ে মারল জনতা

অরুণাচল প্রদেশের রোয়িংয়ে গার্লস হোস্টেলে ছোট মেয়েদের যৌন নির্যাতনের অভিযোগে আটক এক কিশোরকে শুক্রবার থানা থেকে বের করে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে।

পুলিশ জানিয়েছে, আসামের ওই কিশোর রোয়িংয়ে কাজ করত এবং স্থানীয় একটি স্কুলের গার্লস হোস্টেলের ৬ থেকে ৮ বছর বয়সী একাধিক মেয়েকে যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ। সম্প্রতি কিছু ছাত্রী অসুস্থতার কথা জানালে ঘটনাটি ফাঁস হয় এবং এক অভিভাবক থানায় অভিযোগ করেন। এর ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার সকালে এই খবর জানাজানি হলে এবং আরও অভিযোগ সামনে আসার পর স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। দুপুরে তারা রোয়িং থানার সামনে জড়ো হয়ে থানা ভাঙচুর করে এবং অভিযুক্ত কিশোরকে বাইরে বের করে এনে বেধড়ক মারধর শুরু করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও, ততক্ষণে কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে রোয়িংয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। অরুণাচলের স্বরাষ্ট্রমন্ত্রী মামা নাটুং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।