টানা বৃষ্টির জেরে ভয়ংকর রূপ তিস্তার! রাস্তার উপর দিয়ে বইছে নদীর জল

আবারও ভয় ধরানো রূপ ধারণ করল তিস্তা। টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর বেড়েছে বিপদসীমার অনেক উপরে। সবচেয়ে আতঙ্কের ছবি ধরা পড়েছে বাংলা ও সিকিমের সাথে যুক্ত হওয়ার ১০ নম্বর জাতীয় সড়ক উপর—যেখানে রীতিমতো প্রবল স্রোতে বইছে তিস্তার জল!

এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার একমাত্র ভরসা। এমন পরিস্থিতিতে বন্ধ হয়ে যেতে পারে যান চলাচল, যার প্রভাব পড়বে সিকিম, কালিম্পং ও দার্জিলিং-এর সঙ্গে মূলভূমির সংযোগে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তিস্তার জলধারা হঠাৎ করে ভয়ংকরভাবে ফুঁসে উঠেছে। তিস্তার ওপর তৈরি বহু ব্রিজ, নদীর ধারে থাকা ঘরবাড়ি ও রাস্তাগুলিও পড়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। রবি ঝোরার কাছাকাছি এলাকাতেই তিস্তার জল গড়িয়ে এসে আছড়ে পড়ছে জাতীয় সড়কের উপর।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এমন ভয়ংকর রূপ আগে কখনও দেখেননি। অনেকে নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেছে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দল সতর্ক অবস্থানে রয়েছে।