দীঘা মোহনায় মৎস্য জীবীদের জালে উঠল বিপুল পরিমাণে তেলিয়া ভোলা মাছ। একসঙ্গে এত বড় ধরা পড়ায় রীতিমতো আনন্দে ফেটে পড়েন মৎস্যজীবীরা। ট্রলার মালিক আশিক খানের ট্রলারে এই বিপুল পরিমাণে মাছ উঠে আসে। পরে নিলামের জন্য নিয়ে আসা হয় আজিত বাড়াই কাঁটায়।
মৎস্যজীবী সূত্রে জানা গিয়েছে, মোট ৯০টি তেলিয়া ভোলা মাছ ধরা পড়ে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ লক্ষ টাকা। কলকাতার একটি কোম্পানি এই মাছগুলি ক্রয় করে বলে জানা গিয়েছে।
তেলিয়া ভোলা মাছের পটকা থেকে জীবনদায়ী ওষুধের ক্যাপসুল তৈরিতে প্রয়োজনীয় উপাদান তৈরি হয়, যার ফলে আন্তর্জাতিক বাজারে এই মাছের চাহিদা বিপুল। তাই প্রতিটি মাছের দাম লাখের ঘরে পৌঁছে যায়।
মৎস্যজীবী সংগঠনের নেতা শ্যামসুন্দর দাস বলেন, “দীর্ঘদিন পর এভাবে তেলিয়া ভোলা ধরা পড়েছে। এতে এলাকার বহু মৎস্যজীবী পরিবারে খুশির হাওয়া বইছে।”
বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী সুশান্ত পাত্র জানান, “এ ধরনের বিপুল মাছ ধরা পড়লে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ে। সরকার যদি আধুনিক সংরক্ষণ ও বিক্রয় ব্যবস্থা গড়ে তোলে, তবে মৎস্যজীবীরা আরও লাভবান হবেন।”
