একদিকে শহরজুড়ে দুর্গোৎসবের আমেজ, অন্যদিকে দুষ্কৃতীদের দৌরাত্ম্যে ভেস্তে যাচ্ছে নিরাপত্তার পরিবেশ। শিলিগুড়ির ঘুঘুমালি মেন রোডের নিরঞ্জননগর যুবক সংঘের পুজোমণ্ডপে ঘটে গেল চুরি। মায়ের মন্দির থেকেই খোয়া গেল অলংকার সামগ্রী।
ক্লাব সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর সকাল সাড়ে তিনটার সময় দুই দুষ্কৃতী মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে তালা ভাঙার চেষ্টা চালায়। সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা গিয়েছে তাদের তৎপরতা। কিছুক্ষণের মধ্যেই দুষ্কৃতীরা মন্দির ভেঙে অলংকার নিয়ে পালিয়ে যায়।
ভোরে স্থানীয়রা এসে ভাঙা তালা দেখে প্রথমে হতবাক হয়ে যান। পরে সিসিটিভি চেক করেই চুরির ঘটনা প্রকাশ্যে আসে। খবর পেয়ে ক্লাব কর্তৃপক্ষ ভক্তিনগর থানার অধীনস্থ আশিঘর ফাঁড়িতে অভিযোগ জানায়। পুলিশ সূত্রে খবর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ও দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
ঘটনায় ক্ষুব্ধ ক্লাব সাধন বসাক জানান, পূুজোর মতো গুরুত্বপূর্ণ সময়ে এলাকায় টহলদারি খুবই ঢিলেঢালা। ফলে দুষ্কৃতীরা সহজেই সুযোগ পাচ্ছে। তাদের দাবি, অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হোক।
মন্দিরের পুরোহিত জানান, এখানে ভক্তির সঙ্গে পুজো চলে। এবার প্রশাসন কড়া ব্যবস্থা নিক।”
উৎসবের আনন্দে যখন শহর মেতে উঠেছে, তখন এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সর্বত্র।
