গঙ্গাসাগর মেলায় দোকান বসানো নিয়ে দুপক্ষের মারামারি, এলাকায় উত্তেজনা

কথায় বলেই সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। আর সেই গঙ্গাসাগরে এসে দোকান বসানো নিয়ে এইরুপ মারামারি  হবে কেউ বুঝতে পারেনি। তেমনি একটি ঘটনা ঘটলো আজ সাত সকালে।

স্থানীয় প্রশাসন এবং দায়িত্বপ্রাপ্ত লোকজন দের কাছ থেকে দোকানের পজিশন ঠিক করেই দোকান বসাচ্ছিল দুই দোকানদার। কিন্তু সামান্য ছয় ইঞ্চি জায়গা এদিক ওদিক নিয়ে দু পক্ষের মারামারি শুরু হয়ে যায়।

মারামারি এমন পর্যায়ে পৌঁছায় একদম পথ থেকে মাটিতে ফেলে মারধর শুরু করে অপর ব্যবসায়ী লোকজন। খবর দেয়া হয় প্রশাসনকে। প্রশাসনা আসার আগেই অবশ্য মারামারির পাড় চোখেই এলাকাবাসীর হস্তক্ষেপে। উভয় পক্ষে তিনজন আহত হলে তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।