আলিপুরদুয়ারে অঙ্গনওয়াড়ি সেন্টারে চাল চুরিকে কেন্দ্র করে উত্তেজনা

আলিপুরদুয়ারের নোনাই শোভা গঞ্জের পুরান রাস্তা এলাকায় এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে চালের বস্তা চুরিকে কেন্দ্র করে এলাকাবাসী ও সেন্টারের দায়িত্বে থাকা কর্মীর মধ্যে ব্যাপক গন্ডগোল বাঁধে। প্রত্যক্ষদর্শী কল্পনা বিশ্বাস জানান, ভোর পাঁচটায় তিনি মামনি দাস ও তার স্বামীকে সেন্টার থেকে একটি ৫০ কেজির চালের বস্তা নিয়ে যেতে দেখেন। মামনি জানান সেন্টারের দিদিমণি ইলা রায় তাকে বস্তাটি নিতে বলেছেন। তবে, এলাকাবাসী দিদিমণির অনুমতিকে বিশ্বাস করেননি।
সেন্টারের দায়িত্বে থাকা ইলা রায় পৌঁছালে এলাকাবাসী তাকে ঘিরে বিক্ষোভ শুরু করেন। রায় অবশ্য চাল চুরির অভিযোগ অস্বীকার করেন। এলাকাবাসীর অভিযোগ, সেন্টার থেকে দেওয়া খাবার নিম্নমানের ও প্রায়শই পোকাযুক্ত থাকে। তারা জানান, খাবার অযোগ্য হওয়ায় অনেকেই তা পশুদের খাওয়ান বা ফেলে দেন। রান্নার দায়িত্বে থাকা কর্মীর অনিয়মিত উপস্থিতি নিয়েও তাদের ক্ষোভ রয়েছে।
অন্যদিকে, ইলা রায় তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং চাল চুরির বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান। বর্তমানে এলাকাবাসী সেন্টারের খাবারের মানোন্নয়ন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীর নিয়মিত উপস্থিতি ও সেন্টারের চাবি শুধুমাত্র কর্তৃপক্ষের কাছে রাখার দাবি জানিয়েছেন। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।