মহাকাল মন্দির নির্মাণ ঘিরে উ*ত্তেজনা

মহাকাল মন্দির নির্মাণকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল এলাকায়। অভিযোগ, কোনওরকম পূর্ব নোটিশ না দিয়েই একাধিক দোকান ও বাড়ি ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। হঠাৎ উচ্ছেদের খবরে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, “মহাকাল মন্দিরের শিলান্যাসের সময় এক কথা বলা হয়েছিল, এখন বলা হচ্ছে আরেক কথা। সবাই গরিব মানুষ, বছরের পর বছর ধরে এখানে দোকান চালিয়ে সংসার চালাই। ভাঙতে এলে এভাবে ভাঙা যায় না। যদি ভাঙতেই হয়, পুনর্বাসনের দিতে হবে।

অপর এক বাসিন্দা অভিযোগ করে বলেন, কোনও ধরনের নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তাঁর বক্তব্য, “মন্দির তৈরি হোক এতে কোনো আপত্তি নেই। কিন্তু গরিব মানুষের সর্বনাশ করে কোনও মন্দির হয় না। আগে যখন এখানে চা বাগান ছিল, তখন মানুষ শান্তিতে ছিল। কোন ধর্মে মানুষ মেরে ভগবান বসবে?

স্থানীয়দের দাবি, পুনর্বাসনের কোনও স্পষ্ট আশ্বাস না দিয়েই উচ্ছেদ চালানো হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, বিধায়ক শংকর ঘোষ রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় কটাক্ষ করে। অন্যদিকে, এই ঘটনায় সিপিএমের নেতা শরবিন্দু চক্রবর্তী অভিযোগ করেন মন্দিরের নাম করে সাধারণ মানুষের উপর অত্যাচার চলছে।