গ্যাংটকে ফেরার পথে ন্যাশনাল হাইওয়ে-১০-এ রাতের অন্ধকারে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। মেল্লি এলাকায় একটি সিকিম নম্বরের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান চারজন যাত্রী। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে মেল্লি সিকিম হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়দের প্রাথমিক অনুমান, বিপরীত দিক থেকে আসা গাড়ির ডিপার লাইটের ঝলকানির কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান ও গাড়িটি তিস্তার প্রায় ৫০ মিটার নিচে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
ঘটনায় প্রাণ হারিয়েছে গাড়ি চালক গ্যাংটকের বাসিন্দা কামল সুব্বা (৪৪), বোজোঝাড়ির বাসিন্দা সামীরা সুব্বা (২০), জনুকা দার্জি (৩৫) ও তিনার স্ত্রী সন্তোষ দার্জি সহ বোজোঝাড়ির বাসিন্দা নিতা গুরুং (৫৮)।
ঘটনার তদন্তে নেমেছে কালিম্পং থানার পুলিশ।
