রাতভর মুষলধারে বৃষ্টি না থাকলে হয়তো ভস্মীভূত হয়ে যেত গোটা খট্টিমারি বাজার। সাপ্তাহিক জনবহুল এই বাজারে রাতে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, কিন্তু শেষ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগই হয়ে উঠল আশীর্বাদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টা ৩০ মিনিট নাগাদ, বাজারের ভেতর ভাগ্য রায়ের মোবাইল ও ইলেকট্রনিক্স দোকানে আগুন লেগে যায়। বাজারের এক বাসিন্দা আগুনের শিখা দেখতে পেয়ে প্রতিবেশীদের ডাক দেন। এরপর বৃষ্টির জমে থাকা জল দিয়েই স্থানীয়রা মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টায় নামেন।
আগুন এতটাই ভয়ংকর হয়ে উঠেছিল যে এলাকাবাসী আতঙ্কে জেগে ওঠেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ডাউকিমারি আউটপোস্টের পুলিশ, গ্রামীণ পুলিশ ও ধূপগুড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। ভাগ্য রায় জানান, তাঁর প্রায় ২ লক্ষ টাকার অধিক মোবাইল ও ইলেকট্রনিক সামগ্রী আগুনে পুড়ে যায়। আশেপাশের আরও কয়েকটি দোকানেও আগুন লাগে, যদিও সেগুলিতে ক্ষতির পরিমাণ কম।
স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, “এত বড় একটি বাজারে একটি অগ্নি নির্বাপক যন্ত্রও নেই। বাজার পুরোপুরি দমকলের উপর নির্ভরশীল।”
