ভয়াবহ সড়ক দুর্ঘটনা উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ১৮-সিটের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় আলকনন্দা নদীতে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৭ জন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে, যখন বাসটি পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, বাসটি গভীর খাদ পেরিয়ে নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তৎপরতার সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
বাসটি কোথা থেকে কোথায় যাচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।
