পুরী জগন্নাথ মন্দিরে সন্ত্রাস*বাদী হাম*লার হুম*কি, নিরাপত্তায় ক*ড়া সতর্কতা

সন্ত্রাসবাদী হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়াল ওড়িশার পুরীতে। বুধবার জগন্নাথ ধামের হেরিটেজ করিডরের কাছে একটি দেওয়ালে ওড়িয়া ও ইংরেজি ভাষায় হুমকি-বার্তা দেখতে পান স্থানীয়রা। বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করে লেখা হয়, “সন্ত্রাসবাদীরা জগন্নাথ মন্দিরে হামলা চালিয়ে ধ্বংস করে দেবে”—সঙ্গে একাধিক ফোন নম্বরও দেওয়া ছিল। খবর ছড়াতেই আতঙ্কের সৃষ্টি হয় তীর্থযাত্রী ও স্থানীয়দের মধ্যে।

স্থানীয়রা তৎক্ষণাৎ হুমকি-বার্তা মুছে ফেলেন। অভিযোগ, ওই এলাকায় মন্দিরের একাধিক আলোও ভেঙে দেওয়া হয়েছে। পরিক্রমা মার্গ নামে পরিচিত এই জায়গাটি ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারিতে থাকে ও সবসময় পুলিশ মোতায়েন থাকে। তা সত্ত্বেও কীভাবে নিরাপত্তা এড়িয়ে দেওয়ালে এমন লেখা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে খতিয়ে দেখা হবে—এটি কোনও জঙ্গি সংগঠনের পরিকল্পিত হুমকি কিনা, নাকি কেউ নিছক কৌতুকের ছলে এমন কাণ্ড ঘটিয়েছে। ঘটনায় মন্দির চত্বরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।