বিমানবন্দরে হেনস্থার শিকার থালাপতি বিজয়!

তারকাদের কাছে পেলেই যেন হুমড়ি খেয়ে পড়ছেন অনুরাগীরা। নারী-পুরুষ নির্বিশেষে সব ক্ষেত্রেই যেন এক আচরণ! কখনও পুরুষ তারকার শার্ট-প্যান্টে  টান, কোথাও মহিলা অভিনেত্রীর পোশাক নিয়ে হেনস্থা, হাত ধরে টানাটানি! নিধি, সামান্থা ও হর্ষবর্ধনের পর এবার চেন্নাই বিমানবন্দরে হেনস্থার শিকার হলেন থালাপতি বিজয়।

মালয়েশিয়ায় নিজের আসন্ন ছবির গানমুক্তির অনুষ্ঠান সেরে ফিরছিলেন অভিনেতা। চেন্নাই বিমানবন্দরে নামার পর নিজের গাড়ি পর্যন্ত পৌঁছাতে বেশ বেগ পেতে হয় তাঁকে। চারপাশে উপচে পড়া ভিড়। গাড়ির কাছে পৌঁছানোর আগেই শুরু হয় জামা ধরে টানাটানি। ধস্তাধস্তির ঠেলায় এক পর্যায়ে গাড়িতে ওঠার আগে টাল সামলাতে না  পেরে পড়ে যান অভিনেতা। যদিও সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নেন তিনি। এরপর দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে রওনা দেন।

একাধিক তারকার সাথে এ হেন আচরণের ফলে ফের প্রশ্নের মুখে তারকাদের নিরাপত্তা।