শীতের মরশুম। এই শীতে অনেকেই বেড়াতে ভালোবাসেন। কিন্তু চিন্তার বিষয় কোথায় যাবেন! চলুন তবে ঘুরে আসা যাক কমলালেবুর গ্রাম থাপাগাঁও। দার্জিলিংয়ের বিজনবাড়ির অদূরে অবস্থিত এই গ্রাম। পাহাড়ের কোল ঘেঁষা নির্জন বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুই কমলালেবুর বাগান। গাছে গাছে ঝুলছে থোকা থোকা কমলালেবু।
কমলালেবুর বাগিচার জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে থাপাগাঁও। তবে গাছ ভরা লেবু থাকলেও পাড়ার জো নেই। সবটাই চাষের। পাড়তে হলে বাগান মালিকের অনুমতি প্রয়োজন।
থাপাগাঁও আর পাঁচটা পাহাড়ি গ্রামের মতোই সুন্দর। পাহাড়ি বাঁক, সুন্দর সুন্দর বাহারি ফুল গাছ, পাহাড়ি জনমানবের সারল্যে ভরপুর এই গ্রাম। কাছেই রয়েছে ছোট-বড় বোল্ডারের উপর দিয়ে নিজস্ব ছন্দে বয়ে চলা ছোটা রঙ্গিত। প্রকৃতি উপভোগ করতে চাইলে এই গ্রাম হতে পারে সেরা ঠিকানা।
থাপাগাঁওয়ে প্রচুর হোমস্টে রয়েছে। বিলাসিতার চাকচিক্য না থাকলেও মিলবে সব জরুরি পরিষেবা। এর সঙ্গে পেয়ে যাবেন পাহাড়ি রাঁধুনির হাতে রান্না করা গরম গরম ঘরোয়া খাবার। দার্জিলিং থেকে এর দূরত্ব ৩০ কিলোমিটার। যেতে সময় লাগে মাত্র দুই ঘণ্টা। নিউ জলপাইগুড়ি থেকে দূরত্ব প্রায় ১০৬ কিলোমিটার। ট্রেনে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি এসে সেখান থেকে যেতে হবে থাপাগাঁও।
