একসময় বাড়ি ভাড়া দিতে হিমশিম খেতে হত তাঁকে। আজ সেই বাড়িটির মালিকানা তাঁর হাতে। এই মুহূর্তে বলিউডের অন্যতম সফল অভিনেতা কার্তিক আরিয়ান। তবে, কর্মজীবনের শুরুটা মোটেই মসৃণ ছিল না তাঁর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্তিক বলেন, “আমি একটা বাড়িতে একা থাকতাম। কিন্তু সেইসময় কেরিয়ার গড়ার লক্ষ্যে লড়াই করছি। আমার সিনেমাগুলো তখন ভালো সাড়া পাচ্ছিল না। টাকার অভাব ছিল। ‘পেয়ার কা পঞ্চনামা’ মুক্তি পাওয়ার পরও বিশেষ লাভ হয়নি আমার। এরপর একে একে ‘আকাশবাণী’, ‘কাঞ্চি’ কোনওটাই ভালো চলেনি। ‘গেস্ট ইন লন্ডন’ও সফল হয়নি। অনেকেই এই ছবিগুলির নামই শোনেননি।”
তিনি আরও বলেন, “ সময়মতো ভাড়া দিতে না পারায় ওই বাড়িতে থাকাটা মুশকিল হয়ে পড়ছিল। একটা সময়ে আর ভাড়া দিতে পারছিলাম না। ঠিক ওই সময়েই ‘সোনু কে টিটু কি সুইটি’ মুক্তি পায়।” এই ছবির হাত ধরেই সাফল্যের মুখ দেখেন অভিনেতা।
চলতি বছরের শুরুতে ‘চন্দু চ্যাম্পিয়ন’ অভিনেতা জানান, ওই বাড়িটির মালিকানা এখন তাঁরই নামে। ছেলের এই সাফল্যে গর্বিত অভিনেতার পরিবার। এবার আসন্ন ছবি ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ –তে দেখা যাবে কার্তিককে। নায়িকা অনন্যা পাণ্ডে।
