ট্যাক্সেশন বার এসোসিয়েশনের অধীনে থাকা কার্যালয় দখল করার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

0 min read

শিলিগুড়ি জিএসটি ভবনে শিলিগুড়ি ট্যাক্সেশন বার এসোসিয়েশনের অধীনে থাকা কার্যালয় বলপূর্বক দখল করার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। জানা গিয়েছে, ১৯৭০ সাল থেকে জিএসটি ভবনে শিলিগুড়ি ট্যাক্সেশান বার এসোসিয়েশনের সদস্যদের জন্য একটি ৩০০ বর্গফুটের ঘর বরাদ্দ করেছিল অর্থ মন্ত্রক।

আচমকা চলতি মাসের ২৫ তারিখ জিএসটি কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়ে দেয় ৩১শে জানুয়ারির মধ্যে ওই ঘরটি খালি করতে হবে। সম্প্রতি বার এসোসিয়েশনের এক কর্মী কাজ করতে গেলে তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। অভিযোগ উঠেছে অতিরিক্ত জিএসটি কমিশনার রাজীব ত্রিপাঠির বিরুদ্ধে।

হুমকি দেওয়ার পাশাপাশি যদি কোনো বার এসোসিয়েশনের সদস্য ওই কার্যালয়ে ঢোকার চেষ্টা করে তবে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে বলে অভিযোগ। এরপরই ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করে বার এসোসিয়েশনের সদস্যরা৷ওই ঘটনায় আইনি পদক্ষেপের কথা জানিয়েছেন তারা।

You May Also Like