বদলে গেল নিয়ম, জারি হলো নয়া নির্দেশিকা। গাড়িতে পেট্রোল ভরাতে গেলে পারবেন না তেল ভরাতে। প্রায় ৬২ লক্ষ যানবাহনের উপর নিষেধাজ্ঞা জারি। ১৫ বছর পুরোনো পেট্রল চালিত গাড়ি ও বাইক এবং দশ বছর বা তার বেশি পুরনো ডিজেল চালিত গাড়িতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বায়ু দূষণ রুখতে কড়া ব্যবস্থা নিল দিল্লি সরকার। সেন্টার ফল সাইন্স এন্ড এনভারমেন্টের ২০২৪ সালের নভেম্বর মাসে প্রকাশিত একটি রিপোর্ট বলছে দিল্লিতে বা জাতীয় রাজধানী অঞ্চলে গাড়ির ধোঁয়ায় সবচেয়ে বেশি পরিবেশ দূষণ হচ্ছে। এই দূষণের পরিমাণ প্রায় ৫১ শতাংশ।
পরিবেশ দূষণের বিষয়টিকে মাথায় রেখে নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দিল্লিতে। নিয়মাবলী জারি করে দিল্লিতে ৯০ শতাংশের বেশি পেট্রোল পাম্পে এএনপিআর ক্যামেরা বসানো হয়েছে। নতুন নিয়মাবলী না মানলে, পুলিশের হাতে ধরা পরে জেল কিংবা জরিমান হতে পারে।
