নতুন ফর্মুলায় দ্য বডি শপ তাদের ভিটামিন ই রেঞ্জ নিয়ে এসেছে। প্রতিদিন ত্বকের হাইড্রেশন সহজ করে দেবে এই ভিটামিন ই রেঞ্জ। এতে যুক্ত করা হয়েছে প্রাকৃতিক র্যাস্পবেরি এক্সট্রাক্ট, যা সব ধরণের ত্বকে ‘সুপার রিফ্রেশিং হাইড্রেশন’ জোগাবে।
অ্যান্টি-অক্সিড্যান্ট গুণসম্পন্ন র্যাস্পবেরি সমৃদ্ধ হওয়ায় দ্য বডি শপের ভিটামিন ই রেঞ্জ সব টাইপের ত্বকের যত্ন নেবে একেবারে নিখুঁতভাবে।
দ্য বডি শপের ভিটামিন ই রেঞ্জ-এর দাম এরকম: ভিটামিন ই জেল মিস্ট (৬০এমএল) ১৪৯৫ টাকা, ভিটামিন ই জেল ময়েশ্চার ক্রিম (৫০এমএল) ১১৪৫ টাকা, ভিটামিন ই ময়েশ্চার ক্রিম (৫০এমএল) ৯৯৫ টাকা, ভিটামিন ই ইনটেন্স ময়েশ্চার ক্রিম (৫০এমএল) ১২৪৫ টাকা ও ভিটামিন ই নারিশিং নাইট ক্রিম (৫০এমএল) ১২৪৫ টাকা।