জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের সুবিশাল ও পূর্ণাঙ্গ ভবনের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 রাজ্য সরকারের ৫০১ কোটি টাকা বরাদ্দে নির্মিত এই আধুনিক ভবনটি উত্তরবঙ্গের বিচার ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করা হচ্ছে।

এই সার্কিট বেঞ্চ চালু হওয়ায় উত্তরবঙ্গের বিচারপ্রার্থীদের আর আইনি কাজের জন্য কলকাতায় ছুটতে হবে না।

এতে সময়, অর্থ ও ভোগান্তি সবদিক থেকেই বড়সড় স্বস্তি মিলবে সাধারণ মানুষের।

 পাশাপাশি আইনজীবী ও বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলের কাজও হবে আরও সহজ ও দ্রুতগতির।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের একাধিক বিচারপতির উপস্থিত থাকার কথা রয়েছে।

 এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে জলপাইগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।

সার্কিট বেঞ্চ চত্বরকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ও আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে পুরো ভবন।

 প্রশাসনিক স্তরেও শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে রয়েছে।

সব মিলিয়ে, জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চ ভবনের উদ্বোধন উত্তরবঙ্গের বিচার ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবেই বিবেচিত হচ্ছে।