বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে ফের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
গত ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দেওয়ার পর, প্রশাসনের সঙ্গে আলোচনা করে পূর্বের অবস্থান স্থগিত করা হয়েছিল। তবে এবারও সরকারের আশ্বাসে আশাহত হয়েছেন তাঁরা। বঞ্চিত চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বের সকল প্রতিশ্রুতি সত্ত্বেও তাদের সমস্যার সমাধানে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
মঞ্চের সদস্যরা জানান, যদি এ সপ্তাহের মধ্যে সরকার তাঁদের আলোচনার জন্য নবান্নে না ডাকেন, তবে তাঁরা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাবেন। তাঁদের দাবি, একে অপরকে বিশ্বাস করে, বারবার আশ্বাস দেওয়া হলেও সরকার এখনো কার্যকর পদক্ষেপ নেননি, তাই তারা আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।