দেশকে আরও বেশি শক্তিশালী করে তুলতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের।

এবার ব্রহ্মসের চেয়েও দ্রুত এবং আরও মারাত্মক ক্ষেপণাস্ত্র তৈরি করবে ভারত। জানা গিয়েছে, DRDO দেশীয় স্ক্র্যামজেট ইঞ্জিন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের পর, ভারত এখন তার পরবর্তী প্রজন্মের হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস-II তৈরিতে নিযুক্ত রয়েছে।

ক্ষেপণাস্ত্রটি প্রায় ম্যাক ৮ (শব্দের গতির ৮ গুণ) স্পিড এবং ১,৫০০ কিলোমিটারের স্ট্রাইক রেঞ্জ হাসিল করার সক্ষমতার লক্ষ্যে ডিজাইন করা হচ্ছে। এই হাইপারসনিক ক্রুজ মিসাইল লক্ষ্য ম্যাক ৬-এর বেশি গতি অর্জন করা এবং এটি রাশিয়ার 3M22 জিরকন মিসাইল দ্বারা অনুপ্রাণিত হবে। যেটি একটি স্ক্র্যামজেট-চালিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। যা পারমাণবিক বোমা হামলায় সক্ষম।