জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ভারত থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মরুভূমির জাহাজ-উট। একসময় রাজস্থানের বালুকাবেলায় উট ছাড়া মরুভূমি ভাবাই যেত না। আজ সেই চিত্র বদলে যাচ্ছে দ্রুত।
সরকারি তথ্য বলছে, ১৯৭৭ সালের উটসুমারির তুলনায় এখন দেশে উটের সংখ্যা কমেছে প্রায় ৭৭ শতাংশ। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ধারা চলতে থাকলে আগামী কয়েক দশকের মধ্যেই ভারত থেকে উট কার্যত বিলুপ্ত হয়ে যেতে পারে। ভারতের মধ্যে সবচেয়ে বেশি উট দেখা যায় রাজস্থানে, তারপর গুজরাটে।
কেন্দ্রের মৎস্য, পশুপালন ও দুগ্ধ বিষয়ক মন্ত্রক উট সংরক্ষণের জন্য একটি খসড়া নীতি প্রস্তাব তৈরি করেছে। এই নীতির খসড়া নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে। আলোচনার পর চূড়ান্ত পরিকল্পনা তৈরি করে তা কেন্দ্রীয় মন্ত্রিসভায় পেশ করা হবে। অনুমোদন মিললেই শুরু হবে ভারতের প্রথম “ন্যাশনাল ক্যামেল সাসটেইনিবিলিটি ইনিশিয়েটিভ”।
