খেলা হবে দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী!

খেলা হবে দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন ফেসবুক এবং ট্যুইটারে খেলা হবে দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি যুব সমাজের কাছে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

ট্যুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, ‘খেলা হবে দিবসে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই৷ গত বছর বেনজির সাফল্যের পর এ বছর যুব সমাজের আরও বেশি করে অংশগ্রহণ কামনা করি আমরা৷ এই দিনটিতে তরুণ প্রজন্ম নিজেদের উদ্যমকে তুলে ধরুক৷ যাঁরা উন্নতির সবথেকে বিশ্বস্ত পথপ্রদর্শক৷’

প্রসঙ্গত, গত রবিবারই মুখ্যমন্ত্রী বেহালার সভা থেকে আজকের খেলা হবে দিবস থেকেই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে পাল্টা বিক্ষোভ, কর্মসূচিতে সামিল হওয়ার জন্য দলীয় নেতা, কর্মীদের নির্দেশ দিয়েছিলেন৷ নতুন রাজনৈতিক যুদ্ধ শুরুর ডাক দেন তিনি৷