খেলা হবে দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন ফেসবুক এবং ট্যুইটারে খেলা হবে দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি যুব সমাজের কাছে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
ট্যুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, ‘খেলা হবে দিবসে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই৷ গত বছর বেনজির সাফল্যের পর এ বছর যুব সমাজের আরও বেশি করে অংশগ্রহণ কামনা করি আমরা৷ এই দিনটিতে তরুণ প্রজন্ম নিজেদের উদ্যমকে তুলে ধরুক৷ যাঁরা উন্নতির সবথেকে বিশ্বস্ত পথপ্রদর্শক৷’
I want to extend my heartfelt wishes on #KhelaHobeDibas.
After the exemplary success of the event last year, we look forward to greater participation by the youth today.
Let this day uphold the zeal of our young citizens, who are the most credible harbingers of progress!
— Mamata Banerjee (@MamataOfficial) August 16, 2022
প্রসঙ্গত, গত রবিবারই মুখ্যমন্ত্রী বেহালার সভা থেকে আজকের খেলা হবে দিবস থেকেই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে পাল্টা বিক্ষোভ, কর্মসূচিতে সামিল হওয়ার জন্য দলীয় নেতা, কর্মীদের নির্দেশ দিয়েছিলেন৷ নতুন রাজনৈতিক যুদ্ধ শুরুর ডাক দেন তিনি৷