বহুদিনের প্রতীক্ষার পর অবশেষে বাস্তব রূপ পেল জলপাইগুড়ি হাইকোর্টের সার্কিট বেঞ্চ। উদ্বোধনের আগেই রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নবনির্মিত ভবন।
আগামী ১৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে এই অত্যাধুনিক ভবনের। উদ্বোধনের প্রস্তুতি খতিয়ে দেখতে সম্প্রতি নতুন ভবন পরিদর্শনে করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। তাঁরা ভবনের পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় খুঁটিয়ে দেখেন।
প্রশাসন সূত্রে খবর, উদ্বোধনী অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি প্রায় শেষের পথে। সন্ধ্যা নামলেই সার্কিট বেঞ্চ ভবনের অসাধারণ আলোকসজ্জা ও সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।
জানা যাচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ চালু করা হয়েছে।
এই ভবন নির্মাণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ৫০১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। উত্তরবঙ্গের বিচারপ্রার্থীদের যাতে আর কলকাতায় যেতে না হয়, সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ স্থাপনের উদ্যোগ নেন।
সব মিলিয়ে বছরের শুরুতেই কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন অধ্যায় শুরু হতে চলেছে জলপাইগুড়িতে। স্বাভাবিকভাবেই এই খবরে উত্তরবঙ্গ জুড়ে বইছে খুশির হাওয়া।
