তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে বাড়ি প্রকল্প অন্যতম। প্রথম কিস্তির টাকা সময় মতো পৌঁছে গিয়েছে।
উপভোক্তাদের চিন্তা দূর করে নির্ধারিত সময়ের আগেই আবাস প্রকল্পে দ্বিতীয় কিস্তির বরাদ্দ। বহুদিন থেকে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ রয়েছে। বহু কাঠখড় পুড়িয়েও জট না খোলায় নিজের কোষাগার থেকেই আবাসে বাড়ি বানিয়ে দিচ্ছে রাজ্য সরকার। আগেই প্রথম কিস্তির টাকা পেয়েছেন বাংলার উপভোক্তারা।
এবার পালা দ্বিতীয় কিস্তির। এই প্রকল্পের আওতায় থাকা প্রায় ১২ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য। জানা গিয়েছে, আগামী জুন মাসে আবাসের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হওয়ার কথা ছিল। তবে মে মাসের মধ্যেই সেই কাজ শুরু করে দিল প্রশাসন। এবার আবাসের ১২ লক্ষ উপভোক্তা বাকি টাকা পেতে চলেছেন। সূত্রের খবর, এর জন্য ৭ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অর্থ দফতর তরফে।
