যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। ভারত ইতিমধ্যেই ১৩২ টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করেছে, যার মোট উৎপাদন ক্ষমতা প্রতিদিন ৯২০ টন। পাশাপাশি, সাসটেইনেবল অল্টারনেটিভ টুওয়ার্ডস অ্যাফোর্ডেবল ট্রান্সপোর্টেশন উদ্যোগের অধীনে আরও উৎপাদন ক্ষমতা যুক্ত করার কাজ চলছে।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, পরিচ্ছন্ন জ্বালানির দিকে দেশের অগ্রযাত্রায় CBG একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মন্ত্রী তাঁর পোস্টে উল্লেখ করেন, CBG কর্মসূচি কৃষি বর্জ্য ও অন্যান্য জৈব বর্জ্যকে পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তর করছে।
ফলে একদিকে যেমন গ্রামীণ আয় বাড়ছে, অন্যদিকে তেমনই দূষণ হ্রাস পাচ্ছে। হরদীপ সিং পুরির কথায়, একসময় যে উপাদানগুলোকে বর্জ্য হিসেবে দেখা হতো, আজ সেগুলিই উন্নয়নের চালিকাশক্তি হয়ে উঠছে। বর্তমানে দেশে কার্যরত ১৩২টি CBG প্ল্যান্টের মাধ্যমে এই পরিবর্তন বাস্তবে রূপ নিচ্ছে এবং SATAT-এর আওতায় এই পরিকাঠামো আরও বিস্তৃত করা হচ্ছে।
