যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। মোদির আত্মনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছে প্রতিরক্ষা মন্ত্র। আগেই সেমিকন্ডাক্টর এবং অন্যান্য পণ্যের পাশাপাশি ভারতীয় যুদ্ধবিমানের ইঞ্জিনও দেশেই তৈরির বার্তা দেন প্রধানমন্ত্রী।
এবার প্রধানমন্ত্রীর পথ অনুসরণ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ঘোষণা করলেন, ভারত তার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবং বিমানের ইঞ্জিনগুলি নিজেরাই তৈরি করবে। স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বার্তা দিয়েছিলেন—ভারত প্রতিরক্ষাসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তি ক্ষেত্রে আত্মনির্ভর হতে চলেছে—তা কার্যকর করার পথে বড় পদক্ষেপ নিল প্রতিরক্ষা মন্ত্রক।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ঘোষণা করেছেন, দেশ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবং বিমানের ইঞ্জিন নিজস্ব প্রযুক্তিতে তৈরি করবে। ফরাসি সংস্থা সাফরানের সঙ্গে যৌথ উদ্যোগে ভারতে ইঞ্জিন তৈরির কাজ শুরু হবে।
