রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নিখোঁজ হওয়া নিয়ে চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জ জুড়ে। শনিবার বিডিও অফিস চত্বরে প্রশান্ত বর্মনের সন্ধান চেয়ে একাধিক পোস্টার লাগায় এসএফআই কর্মীরা। শুধু অফিস চত্বরেই নয়, বিডিও প্রশান্ত বর্মনের ছবি হাতে নিয়ে পথচলতি সাধারণ মানুষের কাছেও তাঁর সন্ধান চেয়ে আবেদন করতে দেখা যায় এসএফআই কর্মীদের।
উল্লেখ্য, কলকাতার এক স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। এই মামলায় নিম্ন আদালত থেকে তিনি আগাম জামিন পেলেও, পরবর্তীতে কলকাতা হাইকোর্ট সেই জামিন খারিজ করে দেয় ও তিন দিনের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তিনি আত্মসমর্পণ করেননি।
এরপর আদালতের নির্দেশে বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সেই ঘটনার পর থেকেই তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
যদিও এতদিন তিনি নিয়মিত বিডিও দপ্তরে আসছিলেন, তবে গতকাল থেকে আর তাঁকে দপ্তরে দেখা যায়নি।
এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এসএফআই কর্মীরা এদিন রাজগঞ্জ বিডিও অফিসের বিভিন্ন জায়গায় ‘নিখোঁজ’ পোস্টার লাগান। পাশাপাশি, সাধারণ মানুষের কাছেও আবেদন জানানো হয কেউ যদি বিডিও প্রশান্ত বর্মনের সন্ধান পেয়ে থাকেন, তাহলে অবিলম্বে প্রশাসনকে জানানোর জন্য।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজগঞ্জ এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর এলাকার মানুষের।
