ঘোষিত হলো সুপারিশপত্র দেওয়ার দিনক্ষণ

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার চলছে SIR-এর কাজ। নির্ধারিত সময় থেকে পিছিয়ে গেলেও অবশেষে প্রকাশিত হতে চলেছে এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা।

আর এক সপ্তাহের মধ্যেই অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগেই প্যানেলে নাম থাকা প্রার্থীদের রেকমেন্ডেশন লেটার দেওয়ার পরিকল্পনা করেছে কমিশন। জানা যাচ্ছে, চূড়ান্ত মেধাতালিকায় যে প্রার্থীদের নাম থাকবে তাদের আগামী ২৭ জানুয়ারির মধ্যেই সুপারিশপত্র দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে এসএসসি। তেমনটা হলে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে।

গত বছরের ১৪ সেপ্টেম্বর হয়েছিল একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা। কিন্তু এক সপ্তাহ আগে নবম দশম শ্রেণির নিয়োগের লিখিত পরীক্ষা হলেও একাদশ দ্বাদশের ফলাফলই আগে প্রকাশিত হয়। তারপর যথাক্রমে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ ও ডেমোস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়।