বদলে গেলো গণ বিবাহের সিদ্ধান্ত

বদলে গেলো সিদ্ধান্ত, কিন্তু কেন। রাজভবনে তিন বছর পূর্তির দিন বড় অনুষ্ঠানের কথা আগেই জানানো হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। ঘোষণা করা হল ‘গণবিবাহ হচ্ছে না’! শুরু হয়েছে জল্পনা। রাজভবন জানিয়েছিল, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের তিন বছর পূর্তিতে আয়োজিত হবে গণবিবাহ। আগ্রহী পাত্রপাত্রীদের জন্য ইমেল ঠিকানাও দেওয়া হয়েছিল।

কিন্তু নতুন বিবৃতিতে দেখা গেল, গণবিবাহের কোনও উল্লেখ নেই। জানানো হয়েছে, ওই দিন শুধু একটি অনুষ্ঠান হবে। রাজভবনের একটি সূত্র জানিয়েছে, গণবিবাহের জন্য যথেষ্ট আবেদন পাওয়া যায়নি। তাই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশই এই সিদ্ধান্তের পিছনে কাজ করেছে।

রাজ্য প্রশাসনের একটি সূত্রের দাবি, রাজনৈতিক উত্তেজনা এবং সম্ভাব্য সমালোচনা এড়াতে রাজ্যপাল বড় অনুষ্ঠান না করে এবার বর্ষপূর্তি ছোট পরিসরে পালন করতে চান তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজভবনে গণবিবাহ বাতিলের সিদ্ধান্ত রাজনৈতিক প্রভাবেই হয়েছে।