দীর্ঘদিন ধরে রোগ ও আর্থিক অবস্থা খারাপ থাকায় ঠিকমতো খাওয়া এবং চিকিৎসা না জোটায় একপ্রকার অবহেলায় মর্মান্তিক মৃত্যু হল মহালয়ার একসময় দোর্দন্ড প্রতাপ অসুরের ভূমিকায় অভিনয় করা অমল চৌধুরী। অশোকনগরের বাসিন্দা বছর ৬৬ আমলের বাড়ির তালা ভেঙে ঘর থেকে আজ সকালে নিথর দেহ উদ্ধার হয়।
শুধু মহালয়া নয় বেশ কিছু সিনেমা ও মেগাতেও অভিনয় করেছেন অমল বাবু।এসব কথাই মনে পড়ছে প্রতিবেশীদের। কয়েক বছর ধরে তার আর্থিক অবস্থার কথা ভেবে অনেকেই সাহায্য করেছেন তবে বেশ কিছুদিন ধরে তিনি একটি দুর্ঘটনায় অসুস্থ হয়ে গিয়েছিলেন।
অবিবাহিত অমলবাবু এই বাড়িতে একাই থাকতেন। আজ বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে অশোকনগর থানার তরফে দেহের ময়নাতদন্ত করানো হচ্ছে।
